ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মাদারীপুর জেলা জামায়াতের আমির গ্রেপ্তার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, মে ১৯, ২০২৩
মাদারীপুর জেলা  জামায়াতের আমির গ্রেপ্তার 

মাদারীপুর: জামায়াতের মাদারীপুর জেলা শাখার আমির আবদুস সোবাহান খানকে (৫৩) নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১৮ মে) রাতে শহরের পুরানবাজার বড় মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হলেও শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

আবদুস সোবাহান সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চরনাচনা ফাজিল ডিগ্রি মাদরাসার সহকারী অধ্যক্ষ।  

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আলাউল হাসান জানান, সম্প্রতি মাদারীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাকদি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুটি গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হন। ভাঙচুর ও লুটপাট করা হয় ঘরবাড়ি ও দোকানপাটে। এ ঘটনায় দায়ের করা মামলায় আবদুস সোবাহান খানের সম্পৃক্ততা পাওয়া যায়। এজন্য ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার বিকেলে গ্রেপ্তার তাকে বিশেষ আদালতে হাজির করার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, মে ১৯, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ