ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশাল নদী বন্দরে লঞ্চে বিআইডব্লিউটিএর অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
বরিশাল নদী বন্দরে লঞ্চে বিআইডব্লিউটিএর অভিযান লঞ্চে অভিযান। ছবি: বাংলানিউজ

বরিশাল: ব‌রিশাল নদী বন্দরে ঢাকাগামী ল‌ঞ্চে অ‌ভিযান চা‌লিয়েছে বিআইড‌ব্লিউটিএ। বুধবার (২৯ ডিসেম্বর) রাত সা‌ড়ে ৮টায় ব‌রিশাল নদী বন্দর কর্মকর্তা বিআইড‌ব্লিউটিএর যুগ্ম প‌রিচালক মোস্তা‌ফিজুর রহমা‌নের নেতৃ‌ত্বে এ অ‌ভিযান প‌রিচালনা করা হয়।


 
ব‌রিশাল ঢাকা নৌ রু‌টের অ্যাড‌ভেঞ্চার-১ ল‌ঞ্চ থে‌কে অ‌ভিযান শুরু করেন কর্মকর্তারা। এরপর ব‌রিশাল নদী বন্দরে ঢাকামুখী থাকা বিলাসবহুল সব ল‌ঞ্চেই অ‌ভিযান প‌রিচালনা করা হয় এবং সতর্ক করা হয় লঞ্চ মা‌লিক, মাস্টার ও চালক‌দের।
 
বিআইড‌ব্লিউটিএর যুগ্ম প‌রিচালক ও ব‌রিশাল নদী বন্দর কর্মকর্তা মোস্তা‌ফিজুর রহমান ব‌লেন, সদর দপ্ত‌রের নি‌র্দেশে লঞ্চগু‌লো‌তে অ‌ভিযান চালা‌নো হয়। লঞ্চগু‌লোর সা‌র্ভে সনদ সব সরঞ্জাম যথাযথভাবে রয়েছে কিনা সেটি খ‌তি‌য়ে দেখা হ‌য়েছে। এছাড়া সব ল‌ঞ্চেই রান্নার গ‌্যাস সি‌লিন্ডার স‌রি‌য়ে নি‌তে বলা হ‌য়ে‌ছে। ত‌বে কো‌নো লঞ্চ‌কেই জ‌রিমানা করা হয়‌নি।
 
বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
 এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ