ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যানজট ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে অন্তত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে।  

বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরের দিকে কড্ডার মোড় এলাকা থেকে এ যানজটের শুরু হয়ে ধীরে ধীরে পশ্চিমে নলকা মোড় এবং পূর্বে সয়দাবাদ এলাকা পর্যন্ত বিস্তৃত হয়েছে।

ঢাকামুখী লেনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছে হাজারো পরিবহন। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা।  

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, কড্ডার মোড় এলাকায় ঘটে যাওয়া একটি সড়ক দুর্ঘটনা থেকে যানজটের শুরু হয়। ধীরে ধীরে যানজট ছড়িয়ে পড়ে। দুর্ঘটনাকবলিত ট্রাক উদ্ধার করা হয়েছে। শিগগিরই যানজট নিরসন হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।