ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিসিএস পরীক্ষা উপলক্ষে আরএমপির বিধিনিষেধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
বিসিএস পরীক্ষা উপলক্ষে আরএমপির বিধিনিষেধ

রাজশাহী: আগামী বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে ১২ জানুয়ারি পর্যন্ত রাজশাহী মহানগরীর কলেজিয়েট স্কুল কেন্দ্রে ৪১তম বিসিএস-২০১৯ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা চলাকালে কেন্দ্রের আশপাশে চলাচলের ওপর বিধিনিষেধ জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে আরএমপি সদর দফতর থেকে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, বিসিএস পরীক্ষা চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় মেট্রোপলিটন পুলিশ আইনে (১৯৯২ এর ২৯-ক, ২৯-খ ও ৩০ ধারায়) অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রের চতুর্দিকে ২০০ গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং চারজনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

উল্লেখিত সময়ে বিধিনিষেধ দেওয়া এলাকায় আইন ভাঙলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও এতে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।