ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বংশালে ৭ কেজি গাঁজাসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
বংশালে ৭ কেজি গাঁজাসহ আটক ১

ঢাকা: রাজধানীর বংশাল থানা এলাকা থেকে সাত কেজি গাঁজাসহ সেকান্দর আলী (৫৫) নামে এক মাদককারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

সোমবার (৪ জানুয়ারি) দুপুরে ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুর রহমান আজাদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার (৩ জানুয়ারি) সন্ধ্যায় বংশালের কাজী আলাউদ্দিন রোডে অভিযান চালিয়ে সাত কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে বংশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আটক সেকান্দরের সঙ্গে আরও সহযোগী রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

আটক সেকান্দরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
এসজেএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।