ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে করোনা-ডেঙ্গু প্রতিরোধে কর্মশালা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
গাজীপুরে করোনা-ডেঙ্গু প্রতিরোধে কর্মশালা 

গাজীপুর: ‘মুজিববর্ষে স্বাস্থ্য খাত এগিয়ে যাবে অনেক ধাপ’ এ প্রতিপাদ্য নিয়ে গাজীপুরে করোনা ভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (৪ জানুয়ারি) সকালে গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে এ কর্মশালা  অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফস্টাইল, হেলথ এডুকেশন অ্যান্ড প্রমোশন এ কর্মশালার আয়োজন করে।  

সভায় জানানো হয়, গাজীপুরে করোনায় আক্রান্তের হার ১২ দশমিক ৬২ শতাংশ। আর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা মাত্র তিন জন।  

কর্মশালায় সভাপতিত্ব করেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান।

সভায় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. জাকিয়া সুলতানা, ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, জেলা স্বাস্থ্যসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, সাংবাদিক ইকবাল আহমদ সরকার, মো. মাজহারুল ইসলাম মাসুম, মো. মুজিবুর রহমান ও মাহমুদা সিকদার প্রমুখ।  

কর্মশালায় সিভিল সার্জন খায়রুজ্জামান জানান, গত এক বছরে করোনা পরীক্ষার জন্য গাজীপুরে মোট ৫৪ হাজার ৪৪৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৮৭৪ জনের এবং করোনায় মৃত্যুবরণ করেছে ৯৮ জন। গাজীপুর অত্যন্ত শিল্প-কলকারখানা ও জনসংখ্যা অধ্যুষিত হওয়া সত্ত্বেও করোনা শনাক্ত ও মৃত্যুর দিকে দিয়ে দেশের মধ্যে গাজীপুরের অবস্থান তৃতীয় স্থানে। গত এক বছরে গাজীপুরে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা মাত্র তিনজন। গাজীপুরে করোনা এবং ডেঙ্গু রোগীদের শনাক্ত করতে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। এসব ব্যাপারে জনগণকে সতর্ক করতে বিভিন্ন কার্যক্রম-কর্মসূচি চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।