ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
মানবতাবিরোধী অপরাধ মামলার আসামির মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি মাওলানা আকবর আলীর (৯০) মৃত্যু হয়েছে।  সোমবার (৪ জানুয়ারি) দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার মো. মাহবুবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (৩ জানুয়ারি) দিনগত রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাহবুবুল ইসলাম জানান, আকবর আলী মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি হিসেবে কেন্দ্রীয় কারাগারে ছিলেন। বার্ধক্যজনিত কারণে রোববার রাতে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  আকবর আলীর বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ভবেশ উলামাগঞ্জ গ্রামে।

তার ছেলে মো. রফিকুল ইসলাম জানান, তারা দুই ভাই তিন বোন। উলিপুরের বালাচর নাসিরিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদরাসার প্রিন্সিপাল ছিলেন তার বাবা। মানবতাবিরোধী অপরাধ মামলায় ২০২০ সালের ৮ মার্চ তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।