ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাভার্ডভ্যানে অভিনব কায়দায় মাদক বহন, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
কাভার্ডভ্যানে অভিনব কায়দায় মাদক বহন, আটক ২

ঢাকা: কাভার্ডভ্যানে অভিনব কায়দায় বিপুল পরিমাণ গাঁজা বহন করায় দুই মাদক কারবারীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। প্রাথমিকভাবে আটকদের নামপরিচয় জানা যায়নি।

রোববার (৩ জানুয়ারি) রাতে রাজধানীর মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ- কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আটক আসামিরা দেশের বিভিন্ন জেলার সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকায় সবরাহের জন্য অভিনব কৌশলে কাভার্ডভ্যানে করে নিয়ে আসছিলেন। এর আগেও বেশ কয়েকবার তারা এভাবে গাঁজা সরবরাহ করেন বলে তথ্য রয়েছে।

এ বিষয়ে সোমবার (৪ জানুয়ারি) সকালে ডিএমপির গোয়েন্দা পুলিশ কার্যালয়ের গেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
এসজেএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।