ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ইসলামপুরে ধর্ম প্রতিমন্ত্রীকে গণসংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২১
ইসলামপুরে ধর্ম প্রতিমন্ত্রীকে গণসংবর্ধনা ধর্ম প্রতিমন্ত্রীকে গণসংবর্ধনা। ছবি: বাংলানিউজ

জামালপুর: জামালপুরে ইসলামপুর উপজেলায় ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (০১ জানুয়ারি) বিকেলে উপজেলার গোয়ালের চর ইউনিয়নের মহলগিরি বাজারে এ সংবর্ধনা দেওয়া হয়।

গোয়ালের চর ইউনিয়নের সভাপতি মাওলানা মোশারফ হোসেনের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন চান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস ছালাম, সহ-সভাপতি আব্দুল লতিফ সরকার, বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন স্বাধীন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নাসের বাবুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ