ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে পটকা-পিরানহা না খাওয়ার জন্য প্রচারণা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
শ্রীমঙ্গলে পটকা-পিরানহা না খাওয়ার জন্য প্রচারণা

মৌলভীবাজার: সম্প্রতি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিষাক্ত পটকা মাছ খেয়ে বউ-শাশুড়ির মৃত্যুর ঘটনায় টনক নড়েছে কর্তৃপক্ষের। এরই ধারাবাহিকতায় পটকা ও পিরানহা বেচায় নিষেজ্ঞা এবং না খাওয়ার জন্য সচেতনামূলক প্রচারণা চালানো হয়েছে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে মাইকিং করে এ প্রচারণা চালানো হয়।

সর্বসাধারণের উদ্দেশ্যে জানানো হয়- বিষাক্ত পটকা ও পিরানহা মাছ বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই কেউ যাতে এ মাছ বিক্রি না করেন। যদি কাউকে এ মাছ ক্রয়-বিক্রি করতে দেখেন, তাহলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, পটকা ও পিরানহা বিষাক্ত, এ মাছের শরীরে কিছু ক্ষতিকর উপাদান রয়েছে যা খেলে মানুষ মারা যায়। এ দিকটি বিবেচনায় এনে সাধারণ জনগণকে সচেতন করার জন্য মাইকে প্রচারণা চালানো হয়।

বাংলাদেশ সময়: ০৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
বিবিবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।