ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ১৬১ বোতল ফেনসিডিল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
পঞ্চগড়ে ১৬১ বোতল ফেনসিডিল উদ্ধার

পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সীমান্ত থেকে ১৬১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সোনাপাতিলা নামক স্থান থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।

বিজিব সূত্রে জানা যায়, সীমান্তে অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার আব্দুল খালেকের নেতৃত্বে পঞ্চগড় ১৮ বিজিবির আওতাধীন সোনাপাতিলা বিওপির টহল দল সীমান্ত পিলার ৪১৪/২ এস থেকে ৩শ গজ দূরে বাংলাদেশের অভ্যন্তরে সোনাপাতিলা নামক স্থান থেকে ১৬১ বোতল ফেনসিডিল উদ্ধার করে। যার বাজার মূল্য ৬৪ হাজার ৪০০ টাকা। তবে এসময় ওই স্থানে কাউকে পাওয়া যায়নি।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আনিসুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
ওএইচ/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।