ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হালুয়াঘাট সীমান্তে হত্যাকাণ্ডের খবর ভিত্তিহীন: বিএসএফ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
হালুয়াঘাট সীমান্তে হত্যাকাণ্ডের খবর ভিত্তিহীন: বিএসএফ

ঢাকা: ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে গত ২৪ ডিসেম্বর হত্যাকাণ্ডের খবর ভিত্তিহীন বলে দাবি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (২৫ ডিসেম্বর) মেঘালয় বিএসএফ এক টুইট বার্তায় জানিয়েছে, বাংলাদেশের কোনো একটি মহল গত ২৪ ডিসেম্বর বিএসএফের বিরুদ্ধে যে হত্যার অভিযোগ এনেছে, তা পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন।

যে সময় দু'দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ে বৈঠক চলছে, ঠিক সে সময় বিএসএফের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।

বিএসএফ জানায়, যে হত্যার বিষয়টি নিয়ে বিএসএফের বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে তা সীমান্ত রেখা থেকে দুইশ মিটার বাংলাদেশের ভেতরে। এ হত্যার সঙ্গে বিএসএফের কোনো সম্পর্কও নেই।

** সীমান্ত হত্যা রোধে স্পর্শকাতর এলাকায় বিজিবি-বিএসএফ যৌথ টহল

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।