ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আড়াই মণ গাঁজাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
আড়াই মণ গাঁজাসহ আটক ২ গাঁজাসহ আটক দুইজন

নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলায় ১০৭ কেজি গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ এর সদস্যরা।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৫ রাজশাহী ক্যাম্প।

আটক দু’জন হলেন- লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তালুক শাকতি গ্রামের মকছুদার রহমানের ছেলে মহুবার (৩২) ও একই উপজেলার ভোটমারী গ্রামের আফতাব উদ্দিনের ছেলে হাফিজুল রহমান (৪০)।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে মান্দা উপজেলার ফতেপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি পিকআপ ভ্যানে তল্লাশি করা হয়। এ সময় পিকআপ ভ্যানে থাকা দুইটি পানির ট্যাংকের ভেতর থেকে ১০৭ কেজি গাঁজা জব্দ করা হয়। আটক করা হয় ওই দু’জনকে। তাদের কাছ থেকে আরও জব্দ করা হয় দুইটি মোবাইলফোন, তিনটি সিম কার্ড, দুইটি পানির ট্যাংক, পাঁচ পিস পাইপসহ। আটক দুই মাদকবিক্রেতার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মান্দা থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।