ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ৫ রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
কুষ্টিয়ায় ৫ রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের ভেজালবিরোধী অভিযান। ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে কুষ্টিয়া শহরে পাঁচ রেস্টুরেন্ট মালিককে ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে এ জরিমানা করেন কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা।

অভিযানকালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মেজর গাফফার উজ্জামানসহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।  

ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা বাংলানিউজকে জানান, অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের খাবার তৈরি ও রাখার দায়ে মৌবন রেস্টুরেন্টকে ১ লাখ, নবাব বিরিয়ানি হাউজকে ১০ হাজার, হাজী বিরিয়ানি হাউজকে ১০ হাজার, নান্না বিরিয়ানি হাউজকে ২৫ হাজার ও অশোক দধি ভাণ্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।