ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বখতিয়ার উদ্দীন চৌধুরী মারা গেছেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
বখতিয়ার উদ্দীন চৌধুরী মারা গেছেন বখতিয়ার উদ্দীন চৌধুরী

ঢাকা: বিশিষ্ট কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক বখতিয়ার উদ্দীন চৌধুরী বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাত সোয়া দুইটায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

তিনি ডায়াবেটিস এবং কিডনি রোগে ভুগছিলেন।  

শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে তাকে রাজধানীর বারডেম হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) বাদ আসর জানাজা শেষে তাকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বখতিয়ার উদ্দীন চৌধুরী ১৯৪৮ সালের ১৭ আগস্ট চট্টগ্রামের হাটহাজারীতে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গত দুই যুগ ধরে তিনি বিভিন্ন জাতীয় দৈনিক এবং অনলাইন পোর্টালে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক বিষয়ে নিয়মিত কলাম লিখতেন। একজন মুক্তিযোদ্ধা, জনপ্রিয় প্রগতিশীল লেখক হিসেবে তিনি সর্বমহলে খ্যাতি অর্জন করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
টিআর/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।