ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উলিপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
উলিপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় রুবি বেগম (৪২) নামে এক অটোরিকশার যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশা চালকসহ দুইজন আহত হয়েছেন।

রুবি বেগম উপজেলার তবকপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের সহিদুল ইসলামের স্ত্রী। আহতরা হলেন- অটোচালক শাহাদৎ হোসেন (৫০) ও যাত্রী মাইদুল ইসলাম (৩০)।

তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উলিপুর-কুড়িগ্রাম সড়কের শিববাড়ি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইঞ্জিনচালিত থ্রি-হুইলার কুড়িগ্রাম থেকে উলিপুর যাওয়ার পথে শিববাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় থ্রি-হুইলারের যাত্রী রুবি বেগম ছিটকে রাস্তায় পড়লে অটোরিকশার চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ