ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কসবায় মাইক্রোবাস চাপায় শিক্ষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৯
কসবায় মাইক্রোবাস চাপায় শিক্ষক নিহত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাইক্রোবাস চাপায় জহিরুল হক ভূঁইয়া (৭০) নামের এক অবসর প্রাপ্ত শিক্ষক নিহত হয়েছেন।

শুক্রবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার সৈয়দাবাদে এ দুর্ঘটনা ঘটে।  

তিনি উপজেলার সৈয়দাবাদ এলাকার আব্দুল আজিজ ভূঁইয়ার ছেলে ও স্থানীয় বাদৈর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা থেকে অবসর নিয়েছেন গত এক বছর আগে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জহিরুল তিনলাখ পীর বাসস্ট্যান্ডের মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় কুমিল্লা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস পেছন থেকে জহিরুল হককে চাপা দেয়। এসময় স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পথে মারা যান তিনি।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঘাতক মাইক্রোবাসটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।