ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদকাসক্ত ছেলের শাবলের আঘাতে মায়ের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৯
মাদকাসক্ত ছেলের শাবলের আঘাতে মায়ের মৃত্যু প্রতীকী ছবি

ঢাকা: রাজধানী মিরপুরের পল্লবীতে মাদকাসক্ত ছেলের শাবলের আঘাতে মায়ের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম কাজল রেখা (৪৫)।

এ ঘটনার পর থেকে ছেলে রাসেলকে খুঁজছে পুলিশ।

পুলিশ জানায়, মিরপুরের পল্লবীতে পরিবার দিয়ে থাকতেন রেখা। সন্ধ্যায় মায়ের সঙ্গে রাসেলের কথা কাটাকাটির এক পর্যায়ে রেখাকে শাবল দিয়ে আঘাত করেন ছেলে রাসেল। পরে পরিবারের সদস্যরা অচেতন অবস্থায় রেখাকে দ্রুত উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।      

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, নিহত ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। আমরা জানতে পেরেছি রাসেল মাদকাসক্ত ছিল। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৯
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ