ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদক মামলায় চরবাগডাঙ্গা ইউপি চেয়ারম্যান টিপু গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৯
মাদক মামলায় চরবাগডাঙ্গা ইউপি চেয়ারম্যান টিপু গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ: মাদক মামলায় সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহিদ রানা টিপু ওরফে টিপু সুলতানকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

জেলা পুলিশ সুপার (এসপি) টি এম মোজাহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, বিকেলের দিকে উপ-পরিদর্শক (এসআই) জাহিদের নেতৃত্বে ডিবি পুলিশের চৌকস একটি দল এ অভিযান পরিচালনা করে।

এসময় তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী ইউপি চেয়ারম্যান টিপুকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে তিনটি মাদকের মামলা রয়েছে। যার একটির গ্রেফতারের ওয়ারেন্ট ছিল।

ইউপি চেয়ারম্যান টিপুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে— ‘চাঁপাইনবাবগঞ্জে ইয়াবা তার হাত ধরেই ব্যাপকভাবে বিস্তার ঘটেছে। রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জসহ গোটা উত্তরাঞ্চলেই রয়েছে টিপুর মাদকের বিশাল নেটওয়ার্ক। মাদকবিরোধী অভিযানে আত্মগোপনে থাকলেও নির্বাচনের আগে তাকে এলাকাতেই অবস্থান করতে দেখা যায়’।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ