ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৯
কেরানীগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা প্রতীকী ছবি

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জ মডেল থানাধীন পটকাজোড় এলাকায় জাকির হোসেন রুবেল (৪২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বুধবার (২ জানুয়ারি) ভোরে ওই এলাকার একটি বাড়ির তিনতলা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।  

নিহতের বড় ভাই মো. দেলোয়ার জানান, তার ছোট ভাই (রুবেল) ওই এলাকায় একাই ভাড়া থেকে আলম মার্কেট এলাকায় একটি প্যান্টের দোকানে চাকরি করতেন।

তাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি এলাকায়।

কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুজ্জামান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।