ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রিয়াদে বাংলাদেশ স্কুলে বই বিতরণ উৎসব

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৯
রিয়াদে বাংলাদেশ স্কুলে বই বিতরণ উৎসব বই বিতরণ উৎসব। ছবি: বাংলানিউজ

ঢাকা: সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ আন্তর্জাতিক স্কুলে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বছরের প্রথম দিন এই বই বিতরণ উৎসবের আয়োজন করা হয়। 

মঙ্গলবার (১ জানুয়ারি) রিয়াদের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বই উৎসবে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার এস এম আনিসুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রিয়াদ দূতাবাসের প্রথম সচিব মো. আসাদুজ্জামান ও মো. ফখরুল ইসলাম।
 
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। স্কুলের ছাত্র-ছাত্রীরা বাংলাদেশের সঙ্গে মিল রেখে সুদূর সৌদি আরবে বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করে।

আনিসুল হক বলেন, রিয়াদে বাংলাদেশ আন্তর্জাতিক স্কুলের যেকোনো প্রয়োজনে দূতাবাস পাশে রয়েছে।  

তিনি বলেন, রিয়াদে বাংলাদেশ স্কুলের জন্য জমি ক্রয় করে স্থায়ী ভবন নির্মাণ করার জন্য রাষ্ট্রদূতের ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এসময় তিনি ছাত্র-ছাত্রীদের বছরের প্রথম থেকে পড়াশুনায় মনযোগী হওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথিরা ছাড়া আরও বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ আফজাল হোসাইন। এসময় জেএসসি ও পিএসসিতে জিপিএ ফাইভ পাওয়া ছাত্র-ছাত্রীদের সার্টিফিকেট দেওয়া হয়। আলোচনা অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
টিআর/আরবি/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।