ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৯
নরসিংদীতে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার প্রতীকী ছবি

নরসিংদী: নরসিংদীতে সাখাওয়াত হোসেন সাকু (২২) নামে এক যুবককে বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (০১ জানুয়ারি) বিকেলে শহরের পূর্ব দত্তপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাখাওয়াত ওই এলাকার শহীদ মিয়ার ছেলে।

 

অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. শাহরিয়ার আলম বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব দত্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাখাওয়াতকে গ্রেফতার করা হয়। পরে তার শরীর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়।  

তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।