ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শান্তি বজায় রাখার জন্য জাতিসংঘের আহ্বান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৯
শান্তি বজায় রাখার জন্য জাতিসংঘের আহ্বান

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার ও বিরোধীপক্ষসহ সবাইকে শান্তি বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

মঙ্গলবার (০১ জানুয়ারি) জাতিসংঘের মুখপাত্র এক বিবৃতিতে এই আহ্বান জানান।

নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বলেন, বিগত ১০ বছরের মধ্যে এই প্রথমবার বিরোধীপক্ষের নির্বাচনে অংশগ্রহণকে আমরা স্বাগত জানাই।

তবে নির্বাচনে সংঘাতের ঘটনা জাতিসংঘ অবগত। নির্বাচনী প্রচারণাকালে প্রার্থী ও ভোটারদের হতাহতের ঘটনায় আমরা দুঃখপ্রকাশ করছি।

নির্বাচনে ক্ষয়ক্ষতির ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও বিবৃতিতে জানান জাতিসংঘ মহাসচিব। একইসঙ্গে সরকার ও বিরোধীপক্ষসহ সবাইকে শান্তি বজায় রাখার জন্য আহ্বান জানান স্টিফেন ডুজারিক।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিভিন্ন জায়গায় সংঘাতে প্রায় অন্তত ১৮ জন প্রাণ হারান।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৯
টিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।