ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীছড়িতে অস্ত্র-গুলিসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৯
লক্ষ্মীছড়িতে অস্ত্র-গুলিসহ আটক ২

খাগড়াছড়ি: খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র, ম্যাগজিন ও ৫৩ রাউন্ড গুলিসহ দু’জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

মঙ্গলবার (১ জানুয়ারি) ভোরে উপজেলার রাইঙ্গামাছড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- স্থানীয় বাসিন্দা বিজয় কুমার চাকমার ছেলে সুমন্ত চাকমা (২০) ও রাদি মোহন চাকমার ছেলে দিপংকর চাকমা (২২)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ইউপিডিএফ প্রসীত গ্রুপের সদস্য বলে জানান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে এ বিষয়ে এখনো সংগঠনটির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
 
লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার বাংলানিউজকে জানান, আটকদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৯
এডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।