ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কমলগঞ্জে বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
কমলগঞ্জে বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে আবাসিক হোটেল থেকে সাইফুল ইসলাম (২৩) নামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার শমসের নগর বাজারের তানজিম আবাসিক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সাইফুল কুলাউড়া উপজেলার শরীফপুর বিজিবি ক্যাম্পের সিপাহী হিসেবে কর্মরত ছিলেন।

তিনি চট্টগ্রামের মিরসরাই থানার দোয়ারু এলাকার নুরুল আমিনের ছেলে।

শমশের নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) অরূপ কুমার চৌধুরী বাংলানিউজকে জানান, গত ২৫ ডিসেম্বর (মঙ্গলবার) শমসের নগর বাজারের চাতলাপুর রোডে অবস্থিত তানজিম  আবাসিক হোটেলের একটি রুম বুকিং নেন সাইফুল। শনিবার দুপুরে হোটেলের মালিক রুম চেক করে তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।  

প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।

তবে এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।