ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভোটের ডিউটিতে না রাখায় আনসার কমান্ডারকে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
ভোটের ডিউটিতে না রাখায় আনসার কমান্ডারকে হত্যার অভিযোগ

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে নির্বাচনে আনসার হিসেবে দায়িত্ব পালনের জন্য তালিকাভুক্ত না করায় খলিল মন্ডল (৫০) নামে এক আনসার কমান্ডারকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ফারাকপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। এতে অভিযুক্ত একই গ্রামের আজের আলীর ছেলে জাদু।

খলিল ফারাকপুর গ্রামের সুজান মন্ডলের ছেলে। তিনি আনসার বাহিনীর ফারাকপুর গ্রাম কমান্ডার বলে জানান ভারপ্রাপ্ত উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হামিদা পারভীন।

খলিলের স্বজনদের অভিযোগ, আসন্ন সংসদ নির্বাচনে আনসার হিসেবে তালিকাভুক্ত না করায় জাদু সকালে খলিলের ওপর চড়াও হন। প্রথমে কিল ঘুষি ও পরে গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে নিথর করে পালিয়ে যান। তখন খলিলকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।