ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভোটের মাঠে আরো ১১১ প্লাটুন বিজিবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
ভোটের মাঠে আরো ১১১ প্লাটুন বিজিবি দায়িত্বরত বিজিবি সদস্যদের ফাইল ছবি

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকাসহ সারাদেশে আরো একশ’ ১১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মাধ্যমে ভোটের মাঠে ১ হাজার ১২৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হলো।

এর আগে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হলেও শনিবার (২৯ ডিসেম্বর) আরো ১১১ প্লাটুন যুক্ত করা হয়েছে।

শনিবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষার্থে শনিবার আরো ১১১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত রাজধানীসহ সারাদেশে ১ হাজার ১২৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত এলাকায় তারা দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।

গত ১৮ ডিসেম্বর দেশজুড়ে নির্বাচনী নিরাপত্তায় ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।