ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আক্কেলপুরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
আক্কেলপুরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চিয়ারীগ্রাম থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শনিবার (২৯ ডিসেম্বর) সকালে মরদেহ দু’টি উদ্ধার করা হয়। নিহতরা হলেন- উপজেলার চিয়ারীগ্রামের ভুট্টো মিয়া (৩৫) ও তার স্ত্রী স্বপ্না বেগম (১৮)।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ কুমার রায় বাংলানিউজকে জানান, পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। এর জের ধরে শুক্রবার রাতের কোনো এক সময়ে তারা বিষপান করে আত্মহত্যা করে।

খবর পেয়ে শনিবার সকালে পুলিশ তাদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

তবে এ মৃত্যুর সঙ্গে অন্য কোনো ঘটনা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।