ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিমুলিয়া ঘাট থেকে ৭১০ বোতল ফেনসিডিলসহ আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
শিমুলিয়া ঘাট থেকে ৭১০ বোতল ফেনসিডিলসহ আটক ৫ শিমুলিয়া ঘাট থেকে ৭১০ বোতল ফেনসিডিলসহ আটক ৫। ছবি: বাংলানিউজ।

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট থেকে ৭১০ বোতল ফেনসিডিল ও দু'জন নারী মাদক ব্যবসায়ীসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো এরশাদ সাপুরিয়া (২৬), বাবুল সাপুরিয়া (৩৫), মো. সিনবাদ (২০), তাসলিমা বেগম (২৪) এবং রুমা আক্তার (২৪)।

সোমবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে লৌহজং থানা পুলিশ এ তথ্য জানিয়েছে।

এর আগে সোমবার রাত ৮টার দিকে শিমুলিয়া ঘাট এলাকার একটি হোটেলের পাশ থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এ প্রসঙ্গে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির বাংলানিউজকে বলেন, চলমান মাদক বিরোধী অভিযান পরিচালনা করে লৌহজং থানা পুলিশ ৭১০ বোতল ফেনসিডিল জব্দ করেছে। এসময় নারীসহ ৫জনকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৫১০ ঘন্টা, ডিসেম্বর ২৫, ২০১৮

এইচএমএস/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ