ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় মাঠে নেমেছে ৯ প্লাটুন সেনাবাহিনী 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
খুলনায় মাঠে নেমেছে ৯ প্লাটুন সেনাবাহিনী  সেনাবাহিনী।

খুলনা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনী মাঠে সারাদেশে নেমেছে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী। এর ধারাবাহিকতায় রোববার (২৩ ডিসেম্বর) দিনগত মধ্যরাত থেকেই খুলনায় মাঠে নেমেছে ৯ প্লাটুন সেনাবাহিনী। এর মধ্যে মহানগরে রয়েছে ২ প্লাটুন ও জেলার ৯ উপজেলায় ৭ প্লাটুন।  

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার সোনালী সেন সোমবার (২৪ ডিসেম্বর) সকালে বাংলানিউজকে বলেন, নির্বাচনী মাঠে স্ট্রাইকিং ফোর্স হিসেবে খুলনা জেলা ও মহানগরে ৯ প্লাটুন সেনাবাহিনী নেমেছে। নির্বাচনকে কেন্দ্র করে মাঠে নামা সেনাবাহিনী আগামী ২ জানুয়ারি পর্যন্ত মোতায়েন থাকবে।

এদিকে, সেনাবাহিনী ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে বিজিবি, পুলিশ, র‌্যাব, আনসার-ভিডিপি, কোস্টগার্ড, এপিবিএন, আনসার ও গ্রাম পুলিশ।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।