ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্বশুর বাড়িতে শেখ হাসিনাকে ফুল দিয়ে বরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
শ্বশুর বাড়িতে শেখ হাসিনাকে ফুল দিয়ে বরণ

ঢাকা: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রংপুরের পীরগঞ্জে শ্বশুর বাড়িতে যাওয়ার পর তাকে ফুল দিয়ে বরণ করেছেন নিকটাত্মীয় ও স্বজনরা।

রোববার (২৩ ডিসেম্বর) নির্বাচনী প্রচারণায় রংপুর জেলা সফরের সময় শেখ হাসিনা পীরগঞ্জের ফতেহপুরে স্বামী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার বাড়ি ‘জয়সদনে’ যান।  

সেখানে পৌঁছে শেখ হাসিনা তার প্রয়াত স্বামী ড. এম ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেন।

কুশল বিনিময় করেন শ্বশুর বাড়ির স্বজনদের সঙ্গে। তখন তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। প্রয়াত স্বামী ড. এম ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  ছবি: পিআইডিপরে শেখ হাসিনা পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। এতে স্থানীয় ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে রংপুরের তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। রংপুরের কর্মসূচি শেষে দিনাজপুরে একটি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
এমইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।