ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় তোফাজ্জল হোসেন (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।  

রোববার (২৩ ডিসেম্বর) সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পূর্ব ইসদাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তোফাজ্জল ফতুল্লার গাবতলী নতুন বাজার এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা থানার উপ পরিদর্শক (এসআই) আরিফ হোসেন বাংলানিউজকে জানান, সকালে লিংক রোডে বেপরোয়া সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তোফাজ্জলের মৃত্যু হয়।

তিনি আরও জানান, বেপরোয়ার গাড়ি চালানোর কারণে এ ঘটনা ঘটেছে। অটোরিকশাটি আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
এএটি

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।