ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে হিজবুত তাহরীরের ৩ সদস্য আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
সিলেটে হিজবুত তাহরীরের ৩ সদস্য আটক আটক ৩ হিজবুত তাহরীর সদস্য। ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটে নগরের টিলাগড় এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর তিন সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাত ১১টার দিকে তাদের আটক করা হয়।  

সিলেট নগর পুলিশের শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বাংলানিউজকে জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সরকারবিরোধী লিফলেট বিতরণকালে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক লিফলেট জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
এনইউ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।