ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ২ মাদকবিক্রেতা আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
ময়মনসিংহে ২ মাদকবিক্রেতা আটক ময়মনসিংহ ডিবি কার্যালয়ে আটক দুই মাদকবিক্রেতা।

ময়মনসিংহ: ময়মনসিংহে অভিযান চালিয়ে সৈকত সৌরভ (২৫) ও খোকন খলিফা (২৬) নামে দুই মাদকবিক্রেতাকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ২৫০ গ্রাম হেরোইন, ১৫০ পিস ইয়াবা ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

বুধবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে নগরের জিরোপয়েন্ট এলাকা থেকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ ওই দুই মাদকবিক্রেতাকে আটক করেন।

 

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮ 
এমএএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।