ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
দৌলতপুরে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে ৫৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রানা (২৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। 

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে র‌্যাব-১২ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক রানা মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের হায়দার আলীর ছেলে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় দৌলতপুর উপজেলার তালবাড়িয়া এলাকার কাজী আরেফ সড়কের পাশে একটি আমবাগানে অভিযান চালিয়ে রানাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫৭০ পিস ইয়াবা জব্দ করা হয়।  

এ ব্যপারে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ০৮১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।