ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
গোপালগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে তাহমিনা (১০) ও মোহাম্মাদ খান (১২) নামে দুই শিশু। সোমবার (২ জানুয়ারি) বিকেলে ইউএনও মোহাম্মাদ জালাল উদ্দিন তাদের বিয়ে বন্ধ করেন।

মোহাম্মাদ জালাল উদ্দিন বাংলানিউজকে বলেন, সোমবার বিকেলে করপাড়া গ্রামের কেরামত খানের মেয়ে তাহমিনা ও পার্শ্ববর্তী বনগ্রামের নিয়ামত খানের ছেলে মোহাম্মাদ খানের বিয়ে হচ্ছিল। খবর পেয়ে কনের বাবা কেরামত খানের বাড়িতে অভিযান চালানো হয়।

এসময় ওই দুই শিশুর বিয়ে বন্ধ করে ছেলে ও মেয়েকে উদ্ধার করা হয়।

পরে পূর্ণ বয়স্ক না হওয়া পর্যন্ত তাদের বিয়ে দেবেন না এ মর্মে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে শিশু দু’টিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।