ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সোনাতলায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
সোনাতলায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

বগুড়া: বগুড়ার সোনাতলা উপজেলায় ট্রেনের ধাক্কায় নয়া মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার মাগুরাদহ রেল ব্রিজে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সোনাতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ব্রিজের নিচের পানি থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন।
 

স্থানীয়রা জানান, উপজেলার সুজাইতপুর গ্রামের নয়া মিয়া বাড়ি থেকে হেঁটে রেললাইনের পাশ দিয়ে সোনাতলা সদরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাগুরাদহ রেলের ব্রিজে ওঠামাত্রই সোনাতলা স্টেশন থেকে ছেড়ে যাওয়া সান্তাহারগামী ২০ ডাউন মেইল ট্রেনের ধাক্কায় বৃদ্ধ ব্রিজের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


 
শনিবার সন্ধ্যায় বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টার বেনজুরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
 
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
এমবিএইচ/এসআরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ