ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ পৈরতলা রেলসেতুর কাছ থেকে অজ্ঞাতপরিচয় (২০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ পৈরতলা রেলসেতুর কাছ থেকে অজ্ঞাতপরিচয় (২০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলপুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহটি উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়া রেলপুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সানাউল ইসলাম বাংলানিউজকে জানান, যুবকের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।