ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাল্টাপাল্টি কর্মসূচি

সংঘর্ষের আশঙ্কা থাকলে অনুমতি দিতে পারি না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
সংঘর্ষের আশঙ্কা থাকলে অনুমতি দিতে পারি না ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া

ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া ৫ জানুয়ারি আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশে সংঘর্ষের আশঙ্কা থাকলে আমরা এর অনুমতি দিতে পারি না, সেটা যে দলই হোক।

এরপরও আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছেন, বিকেলে রিপোর্ট পেলে সিদ্ধান্ত জানানো হবে।



রোববার (০৩ জানুয়ারি) ডিএমপিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডিএমপির অনলাইন নিউজ পোর্টাল ‘ডিএমপিনিউজে’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আছাদুজ্জামান মিয়া বলেন, ৫ জানুয়ারিতে একই জায়গায় সমাবেশ করতে লিখিত আবেদন জানিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। এ নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে, বিকেলে তাদের রিপোর্ট পাওয়া যাবে। ওই রির্পোটের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া হবে-অনুমতি দেওয়া হবে কী হবে না।

‘এই সমাবেশকে কেন্দ্র করে কেউ নাশকতার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না,  সে যেই হোক। ’

নগদ অর্থসহ জামায়াত নেতাদের আটকের বিষয়ে তিনি বলেন, আটক জামায়াত নেতারা নাশকতার জন্য টাকা বিলি করছিলেন বলে আমরা জানতে পেরেছি।

‘এ টাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেও তাদের কাছ থেকে কোনো যৌক্তিক কারণ পাওয়া যায়নি। ’ যোগ করেন ডিএমপি কমিশনার।
 
বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৫
এনএ/এমএ/

** ঝুঁকি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।