ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে শিশু অপহরণ ও হত্যার ঘটনায় আটক ৪ জন ৫ দিনের রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
দিনাজপুরে শিশু অপহরণ ও হত্যার ঘটনায় আটক ৪ জন ৫ দিনের রিমান্ডে

দিনাজপুর: দিনাজপুর শহরে অপহরণের পর হত্যার ঘটনায় আটক ৪ জনকে দিনাজপুর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহসানুল হকের আদালতে প্রেরণ করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত তাদের ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।



শনিবার (২ ডিসেম্বর) বিকাল পৌনে ছয়টার সময় তাদের আদালতে পাঠায় পুলিশ। রাত সাড়ে ১০টার দিকে তাদের রিমান্ডের আদেশ দেন আদালতে ।

আসামিরা হলো নিহত মীমের বিমাতা মঞ্জুয়ারা বেগম (৩৫), তার খালু মাসুদুর রহমান মাসুদ (৪০), আব্দুর রউফ (৩০) ও আবুজার রহমান (২২)।

দিনাজপুর পুলিশ কোর্ট পরিদর্শক আবু সাঈদ সরকার জানান, আসামিদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদ করার জন্য ৫ দিনের জন্য রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। পরে তাদের পুনরায় থানায় পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ০৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৫
আরআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।