ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে পুনাকের উদ্যোগে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
নীলফামারীতে পুনাকের উদ্যোগে কম্বল বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে নীলফামারীতে দুই শতাধিক দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (০২ জানুয়ারি) দুপুরে পুলিশ লাইন্স একাডেমি চত্বরে পুলিশ সুপার(এসপি) জাকির হোসেন প্রধান অতিথি থেকে দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক সভাপতি (পুলিশ সুপার পত্নী) রুমানা নাহিদ খান।

কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, সহকারী পুলিশ সুপার (সদর) ফিরোজ কবির, সহকারী পুলিশ সুপার (সৈয়দপুর) সাজেদুর রহমান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা প্রমুখ উপস্থিত ছিলেন।
 
সহকারী পুলিশ সুপার (এসএসপি/সদর) ফিরোজ কবির বাংলানিউজকে বলেন, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) নীলফামারী জেলা শখার উদ্যোগে অনুষ্ঠানে সদর উপজেলার দুইশ’ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।