ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চৌগাছায় বাসচাপায় স্কুলছাত্র নিহত, সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
চৌগাছায় বাসচাপায় স্কুলছাত্র নিহত, সড়ক অবরোধ

যশোর: যশোরের চৌগাছা উপজেলায় ‍বাসের চাপায় আব্দুল মান্নান (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় সড়ক অবরোধ করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা।



শুক্রবার (১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে চৌগাছা-ঝিকরগাছা সড়কের চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান চৌগাছা শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও উপজেলার পিতম্বরপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বাংলানিউজকে বলেন, দুপুরে মোটরসাইকেলে করে আব্দুল মান্নান চৌগাছা শহরে আসছিল। পথে চাঁদপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার ‍মৃত্যু হয়।

এ সময় স্থানীয় লোকজন বাসটি ভাঙচুর ও চালক জিয়াউর রহমানকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ চালক জিয়াউর রহমানকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এদিকে, স্কুলছাত্র নিহতের প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী ও নিহতের সহপাঠীরা সড়ক অবরোধ করে। এতে যশোর-চৌগাছা সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়েছে।

তবে দুপুর দেড়টার দিকে ওসি অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করেন।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ