ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নওগাঁয় বাসচাপায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
নওগাঁয় বাসচাপায় যুবক নিহত ছবি: প্রতীকী

নওগাঁ: নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় মিলন হোসেন (২২) নামে এক টেম্পোযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।



রোববার (৩ জানুয়ারি) দুপুর ২টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নওগাঁ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত মিলন হোসেন বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্দিরা গ্রামের বাসিন্দা মোখলেছ হোসেনের ছেলে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে আহতদের পরিচয় জানা যায়নি।

নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সামসুল আলম বাংলানিউজকে জানান, দুপুরে নওগাঁ থেকে যাত্রীবাহী একটি টেম্পো পাঁচ-ছয়জন যাত্রী নিয়ে মহাদেবপুরের নওহাটায় যাচ্ছিলো। এ সময় হাঁপানিয়া এলাকায় রাজশাহীগামী যাত্রীবাহী বাস টেম্পোটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে টেম্পোটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই মারা যান মিলন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মিলনের মৃতদেহ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত টেম্পোটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।