ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় নারী নিহত

পঞ্চগড়: পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় রেজিয়া খাতুন (৪৫) নামে এক নারী শ্রমিক মারা গেছেন।

সোমবার (২৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে পঞ্চগড় সদর উপজেলার সাড়ে নয়মাইল এলাকায় এ ঘটনা ঘটে।



রেজিয়া খাতুন উপজেলার সাতমেরা ইউনিয়নের জামুরীদুয়ার গ্রামের হাকিম উদ্দিনের স্ত্রী। তিনি তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকায় পাথর ভাঙার কাজ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অন্যান্য শ্রমিকদের সঙ্গে কাজ শেষে অটোবাইকে বাড়ি ফিরছিলেন রেজিয়া। সাড়ে নয়মাইল এলাকায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের অটোবাইক থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা তেঁতুলিয়াগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন রোজিয়া।

পরে স্থানীয়রা উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ