ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে জুস কারখানায় আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
সিদ্ধিরগঞ্জে জুস কারখানায় আগুন ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের শিমরাইলে একটি জুস তৈরির কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২৮ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ওই এলাকার এএসটি বেভারেজ টাইগার জুস নামের কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।



ফায়ার সার্ভিস জানায়, কারখানার গোডাউনে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পুরো ভবনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রেণে আনে। ‍

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডেমরা স্টেশনের অফিসার সোহেল রানা এই প্রতিবেদককে জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে গোডাউনে আগুন লাগে।

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি বলে জানান  তিনি।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ