ঢাকা: রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, এ সময় তাদের কাছ থেকে ৪৫ কেজি ১৩০ গ্রাম গাঁজা, ২০ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন, ১ বোতল ৬০ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ১২টি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
এমএমআই/আরবি