ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রতিবন্ধীদের প্রতি বৈষম্য দূর করতে ৫ দাবি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৪
প্রতিবন্ধীদের প্রতি বৈষম্য দূর করতে ৫ দাবি 

ঢাকা: আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস-২০২৪ উপলক্ষে সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ প্রতিবন্ধী কর্মজীবী সংগঠন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন ধরনের শারীরিক প্রতিবন্ধকতার শিকার ব্যক্তিদের উপস্থিতিতে তাদের পক্ষের ৫ দফা দাবি উত্থাপিত হয়েছে।

বাংলাদেশ প্রতিবন্ধী কর্মজীবী সংগঠনের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রতিবন্ধীদের দাবিগুলোর প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রেজাউল ইসলাম রিয়াজ, বিশিষ্ট শ্রমিকনেতা বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী সমিতির সভাপতি বাচ্চু ভুঁইয়া ও সংগঠনের উপদেষ্টা আলহাজ মো. শাহ আলম।

অ্যাডভোকেট রেজাউল ইসলাম বলেন, সংবিধানে প্রতিবন্ধীদের অধিকারের অঙ্গীকার থাকলেও কোনো গ্যারান্টির বিধান নেই, কাজেই তাদের অধিকাংশই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সমাজসেবা কার্যালয়গুলোতে প্রতিবন্ধীদের জন্য যথাযথ পদক্ষেপের ঘাটতি রয়েছে।

বাচ্চু ভুঁইয়া তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর কর্মক্ষেত্র প্রবেশাধিকারের জন্য বিশেষ রাষ্ট্রীয় সহযোগিতা লাগবে, তবেই প্রায় ২.৮ শতাংশ প্রতিবন্ধী জনগোষ্ঠী উৎপাদন প্রক্রিয়ায় যুক্ত হতে পারবে।

সভাপতির বক্তব্যে আলমগীর হোসেন প্রতিবন্ধীদের জন্য ভিক্ষা-দান নয় বরং রাষ্ট্রের কাছে অধিকার আদায়ের জন্য ঐকবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ প্রতিবন্ধী কর্মজীবী সংগঠনে ৫ দাবি
১। প্রতিবন্ধীদের প্রতি বৈষম্য দূর করে সংবিধানের উল্লেখিত অধিকার নিশ্চিত করতে হবে।
২। প্রতিবন্ধীদের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের বিশেষ সুযোগ দিতে হবে।
৩। প্রতিবন্ধী ভাতার জন্য বাজেটে প্রকৃত বরাদ্দের পরিমাণ বাড়াতে হবে।
৪। প্রতিবন্ধীদের কর্মসংস্থান বাড়াতে সরকারি  বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে হবে।
৫। প্রতিবন্ধীদের যাতায়াতের সুবিধার্থে মেট্রোরেল, বাস, ট্রেন ও লঞ্চে অর্ধেক ভাড়ার বিধান করতে হবে।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।