ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উত্তরায় কনটেইনারবাহী ট্রেনের ৩ বগি লাইনচ্যুত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
উত্তরায় কনটেইনারবাহী ট্রেনের ৩ বগি লাইনচ্যুত

ঢাকা: রাজধানীর উত্তরায় একটি কনটেইনারবাহী ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ওই লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তবে সেখানে ডাবল লাইন থাকায় এক লাইন দিয়ে ট্রেন চলাচল করছে।

সোমবার (২৫ নভেম্বর) সকালে ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে উত্তরার জয়নাল মাকের্ট এলাকায় বগি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলাপুরের স্টেশনমাস্টার মো. আনোয়ার হোসেন জানান, ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল ওই ট্রেনটি। সকালে আজমপুরে সেটি লাইনচ্যুত হলে ঢাকা থেকে যাওয়ার পথটি বন্ধ আছে। তবে ঢাকামুখী লাইনে ট্রেন আসা যাওয়া করছে। এতে ট্রেন চলাচল বন্ধ হয়নি।  

তিনি আরও বলেন, ‘আমাদের উদ্ধারকারী ট্রেন সেখানে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। দ্রুত লাইন ঠিক হয়ে যাবে বলে আশা করছি। ’

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।