ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কেন্দুয়ায় স্বজনদের হাতে যুবক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
কেন্দুয়ায় স্বজনদের হাতে যুবক খুন

নেত্রকোনা: নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় মামাতো -ফুপাতো ভাইয়ের মধ্যে বিরোধের জেরে আত্মীয়-স্বজনদের হামলায় হারুন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।  

শনিবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার মাসকা ইউনিয়নের কান্দাপাড়ায় এ হামলার ঘটনা ঘটে।

 

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আরমান আর হারুন মামাতো ফুপাতো ভাই। তারা একসঙ্গে সন্ধ্যায় কান্দাপাড়া বাজারে ছিলেন। এসময় হারুনের সঙ্গে তার মামাতো ভাই আরমানের (১৫) কথা কাটাকাটি হয়। পরে আরমান বাড়ি গিয়ে তার মামা হক মিয়ার কাছে  বলে যে হারুন তাকে গালি দিয়েছেন। এতে ক্ষিপ্ত হয়ে হক মিয়া লোকজন নিয়ে হারুনের বাড়িতে গিয়ে হারুনকে মারধর করেন। এতে হারুন আহত হলে তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এ ঘটনায় অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে বলেও জানান ওসি।  

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ