ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে আগুনে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
সিলেটে আগুনে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

সিলেট: সিলেট নগরে বস্তার গোডাউনে লাগা আগুনে ক্রোকারিজ দোকান ও বাইসাইকেল ওয়ার্কশপ পুড়ে গেছে। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি করা হয়েছে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে নগরের চালিবন্দর এলাকায় একটি বস্তার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় জানিয়েছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।

স্থানীয়দের ভাষ্য মতে, শুক্রবার ছুটির দিনে বন্ধ একটি বস্তার গোডাউনে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী একটি ক্রোকারিজ দোকান ও বাইসাইকেল ওয়ার্কশপে। আগুন দেখে উৎসুক জনতা সেখানে জড়ো হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৫০ হাজার বস্তা, বাইসাইকেলের পার্টস ও ক্রোকারিজ মালামাল পুড়ে যায়।

সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওয়্যারহাউজ ইন্সপেক্টর টিটন সিকদার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুনে গোডাউনসহ অপর দুটি দোকানের ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার ও ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ